হিজামা হচ্ছে আধুনিক বিজ্ঞান সম্মত ও সুন্নাহভিত্তিক চিকিৎসা পদ্ধতি
এর মাধ্যমে কৃত্রিম প্রেশার প্রয়োগ করে স্কৃন থেকে নিয়ন্ত্রিত ভাবে টক্সিন (রক্ত) বের করে শরীরের রক্ত চলাচল স্বাভাবিক ও ডেমেজ টিস্যু গুলোকে এক্টিভ করার মাধ্যমে শরীর কে সুস্থ করে তুলে। হিজামা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সহায়তা করে,সুস্থ মানুষও সুন্নাহ হিসেবে হিজামা নিতে পারে।